পদ্মশ্রী শৈলেন মান্নার ১০২ তম জন্মদিবস" উদ্যোক্তা "স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন"

'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহায়তা রাশি প্রদান ও আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে রবীন্দ্র সরোবর স্টেডিয়ম সংলগ্ন 'অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব' প্রাঙ্গনে পালিত হল পদ্মশ্রী শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুত এবং আবাসন বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস, পৌরবিষয়ক ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শৈলেন মান্না-র কন্যা নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

ক্লাবের পতাকা উত্তোলন, ফানুস উড্ডয়ন এবং এক নৃত্য সংস্থার উদ্বোধনী নৃত্য, মঙ্গল দীপ প্রজ্জ্বলন এবং শৈলেন মান্না-র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে শুরু হয় শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উদযাপন। 

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম খেলায় চলচ্চিত্র তারকা ও সংবাদমাধ্যম তারকা দলের মধ্যে একটা ফুটবল খেলা সম্পন্ন হয়।
অপরদিকে দ্বিতীয় খেলা সম্পন্ন হয় শৈলেন মান্না তারকা এবং গোষ্ঠ পাল তারকা দলের মধ্যে।  
মন্ত্রী ফিরহাদ হাকিম-এর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে 'শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমী'-র জন্য অ্যাকাডেমীর সভাপতি দেবাশিস চ্যাটার্জি-র হাতে খামবন্ধ একটা চেক প্রদান করেন 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন। 
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র নবনির্বাচিত যুগ্ম সচিব তথা 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'-এর ফুটবল সম্পাদক এবং 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, "দীর্ঘদিন ধরেই আমি শৈলেন মান্না-র জন্মদিন পালন করে আসছি এবারেও করলাম।

Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ