পদ্মশ্রী শৈলেন মান্নার ১০২ তম জন্মদিবস" উদ্যোক্তা "স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন"

'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহায়তা রাশি প্রদান ও আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে রবীন্দ্র সরোবর স্টেডিয়ম সংলগ্ন 'অ্যাভিনিউ সম্মিলনী ক্লাব' প্রাঙ্গনে পালিত হল পদ্মশ্রী শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুত এবং আবাসন বিভাগের মন্ত্রী অরূপ বিশ্বাস, পৌরবিষয়ক ও নগরোন্নয়ন বিভাগের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শৈলেন মান্না-র কন্যা নীলাঞ্জনা মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

ক্লাবের পতাকা উত্তোলন, ফানুস উড্ডয়ন এবং এক নৃত্য সংস্থার উদ্বোধনী নৃত্য, মঙ্গল দীপ প্রজ্জ্বলন এবং শৈলেন মান্না-র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ দিয়ে শুরু হয় শৈলেন মান্না-র ১০২ তম জন্মদিবস উদযাপন। 

ক্রীড়া প্রতিযোগিতার প্রথম খেলায় চলচ্চিত্র তারকা ও সংবাদমাধ্যম তারকা দলের মধ্যে একটা ফুটবল খেলা সম্পন্ন হয়।
অপরদিকে দ্বিতীয় খেলা সম্পন্ন হয় শৈলেন মান্না তারকা এবং গোষ্ঠ পাল তারকা দলের মধ্যে।  
মন্ত্রী ফিরহাদ হাকিম-এর উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ থেকে 'শৈলেন মান্না ফুটবল অ্যাকাডেমী'-র জন্য অ্যাকাডেমীর সভাপতি দেবাশিস চ্যাটার্জি-র হাতে খামবন্ধ একটা চেক প্রদান করেন 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন। 
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র নবনির্বাচিত যুগ্ম সচিব তথা 'মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব'-এর ফুটবল সম্পাদক এবং 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, "দীর্ঘদিন ধরেই আমি শৈলেন মান্না-র জন্মদিন পালন করে আসছি এবারেও করলাম।

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...