ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা।
গোপাল দেবনাথ : কলকাতা, ১৭ এপ্রিল, ২০২৫। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মধ্য কলকাতার আইসিসিআর এর নন্দলাল বোস এবং যামিনী রায় আর্ট গ্যালারিতে। শুরু হবে আগামীকাল ১৮ এপ্রিল শুক্রবার চলবে ২০ এপ্রিল রবিবার পর্যন্ত। প্রতিদিন এই প্রদর্শনী শুরু হবে বিকেল ৩টে চলবে রাত ৮ টা পর্যন্ত। বিশ্বের নানাপ্রান্তের আলোকচিত্রীরা তাদের আলোকচিত্র পাঠিয়েছেন এই প্রদর্শনী তথা প্রতিযোগিতার জন্য। এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে সংগঠনের সভাপতি প্রান্তিক সেন এবং সম্পাদক ইমন কল্যাণ সেন বলেন আমাদের এই প্রদর্শনী ইতিমধ্যে আলোকচিত্রপ্রেমী মানুষের মনে সারা জাগাতে সফল হয়েছে। কয়েকশো ছবি ইতিমধ্যে আমাদের দপ্তরে চলে এসেছে এখন সেই সব সুন্দর সুন্দর ছবি প্রদর্শনীর জন্য আমাদের সদস্যরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছে। আগামীকাল আলোকচিত্রপ্রেমীরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং ভালোমানের ছবির স্বাদ গ্রহণ করুন।