হিন্দুস্কুলে প্রাক্তনিদের পুনর্মিলন উৎসব ২০২৫...


রবিবার সন্ধেবেলায় কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় হিন্দুস্কুল প্রাক্তনিদের উদ‍্যোগে আয়োজিত পুনর্মিলন উৎসবে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সুকুমার মুখার্জি , হিন্দু স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তনী শ্রী শুভ্রজিত দত্ত,সহ সভাপতি শ্রী তাপস চক্রবর্তী , সম্পাদক শ্রী অমিতাভ সেন , যুগ্ম সম্পাদক শ্রী সিদ্ধার্থ রায় ও শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় ।যুগ্ম সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁর স্বাগত ভাষণে সকল প্রাক্তন ছাত্রদের এ‍্যাসোসিয়েশনে যুক্ত হয়ে কাজ করবার অনুরোধ জানান।প্রতি বৃহস্পতিবার বিকালে ৫.৩০-৭ টা স্কুলে এ‍্যালামনি অফিস খোলা থাকে।প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।পার্থ সারথি দাস (১৯৬৪), গৌতম মৌলিক(১৯৭৬), অর্পণ বাগ(২০২৪) , কৌশিক দাস(২০২৩) বক্তব্য রাখেন। সঙ্গীতশিল্পী শ্রী ইন্দ্রনীল বন্দোপাধ্যায় তাঁর সুললিত কন্ঠে সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেন। শ্রী রাজর্ষি রায় সঞ্চালনা  করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো