পশ্চিমবঙ্গের বাজারে তিন চাকার বিদ্যুত চালিত অটো রিকশা বাজারে আনল টিভিএস মোটর কোম্পানী

কলকাতা (২৭ জানুয়ারী '২৫):- একদিকে যাত্রী অপরদিকে চালক তথা মালিকেদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর এবং দিল্লীর পর এবার পশ্চিমবঙ্গের বাজারে তিন চাকার বিদ্যুত চালিত অটো রিকশা বাজারে আনল টিভিএস মোটর কোম্পানী।  

আজ কলকাতায় 'টিভিএস কিং ইভি ম্যাক্স' নামাঙ্কিত এই অটো রিকশা-র লোকার্পণ করে টিভিএস কোম্পানীর বাণিজ্যিক গতিশীলতা বিভাগের ব্যাবসায়িক প্রধান রজত গুপ্তা জানিয়েছেন, "২ লাখ ৯৫ হাজার টাকা (এক্স শোরুম) দাম বিশিষ্ট এই যান স্বাচ্ছন্দ্য, সুরক্ষা, সৌন্দর্য এবং চমৎকারিত্বের দিক দিয়ে অনবদ্য।
৩ ঘণ্টা ৫০ মিনিটে এই যান পূর্ণ রূপে চার্জ করা যাবে। একবার চার্জ করলে এই যান ১৭৯ কিলোমিটার চলবে, এই যান ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। শুধু তাই নয়, এই যান ৫০০ মিলিমিটার বা ৫০ সেন্টিমিটার গভীর জল ভেঙেও অনায়াসে এগিয়ে চলতে পারবে।

'টিভিএস মোটর কোম্পানী'-র তরফ থেকে জানানো হয়েছে, "আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে 'টিভিএস মোটর কোম্পানী'-র নতুন বৈদ্যুতিন যান 'টিভিএস কিং ইভি ম্যাক্স'।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...