TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয়ালভূম দার্জিলিং’, ১২ অক্টোবর ২০২৫, রবিবার রাত ১০ টায়।
কলকাতা, ১২ই অক্টোবর : বৃষ্টি থেমেছে, ফুঁসে ওঠা নদীও শান্ত হয়েছে অনেকটাই। পাহাড়ে ফিরছেন পর্যটকেরা। কিন্তু ৪ অক্টোবরের প্রবল বর্ষণ, ধস আস ভাঙনের জেরে দার্জিলিঙের গায়ে যে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে, সেটা কবে নিরাময় হবে, আদৌ কোনও দিন হবে কি না, সেটা বলতে পারছেন না কেউই। বস্তুত গোটা হিমালয় জুড়েই এখন আতঙ্ক। দার্জিলিঙের মতোই ছবি জোশীমঠে, হিমাচলে, জম্মু-কাশ্মীরে। কিন্তু তাতেও কী চোখ খুলছে আমাদের? এক দিকে পাহাড় জুড়ে নির্মাণ আর গাছ কাটা চলছে অপ্রতিহত গতিতে। অন্য দিকে রাজনীতির অঙ্ক কষে তরজায় মাতছেন নেতারা। আর এ দুয়ের মাঝে আরও কোন বিপদ ঘনাচ্ছে পাহাড়ের রানির কপালে? কী ভবিষ্যৎ দার্জিলিঙের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরো রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয়ালভূম দার্জিলিং’, ১২ অক্টোবর ২০২৫, রবিবার রাত ১০ টায়।