TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুজোর বাজার’, ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১০ টায়....


আজ মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা। দোরগোড়ায় বাংলার সবচেয়ে বড় উৎসব। আর পুজো মানেই নতুন জামা, নতুন জুতো। খরিদ্দারদের ভিড় উপচে পড়ছে শহর থেকে শহরতলির দোকানে দোকানে। কিন্তু বাঙালির কেনাকাটার অভ্যাস কি বদলে দিল অনলাইন? হাতিবাগান- নিউমার্কেট কিংবা গড়িয়াহাটের সাবেক দোকানগুলোয় ভিড় কি কমছে? সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে পুজোর অর্থনীতি? যে পুজো অনুদান ঘিরে রাজনীতির দড়ি টানাটানি চলছে, সেই অনুদান কি অক্সিজেন জোগায় রাজ্যের অর্থনীতিকে? পুজোর পাঁচ দিনের কেনাকাটা মুখে হাসি ফোটায় হাজার হাজার ছোট-মাঝারি দোকানির? সেই উত্তরের খোঁজে বিশেষজ্ঞদের মতামত ও গ্রাউন্ড জিরো রিপোর্টিং সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুজোর বাজার’। ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত রাত ১০ টায়।

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...