টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাকরি চুরির পাপক্ষালন?’ ৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার রাত ১০ টায়।


কলকাতা,৭ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর ২০২৫। শিক্ষক দিবস পালিত হয়েছে দেশজুড়ে। পালিত হয়েছে এই বাংলায়। কিন্তু বাংলার শিক্ষাদুর্নীতি যেন শিক্ষক দিবসকে ম্লান করে দিয়েছে। বাংলা জুড়ে মানুষ দেখেছে কী ভাবে চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও কীভাবে যোগ্যরা পথে বসে আছে। দীর্ঘ আন্দোলন-ধর্ণা-টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার আগে কোর্টের নির্দেশেই এসএসসি প্রকাশ করেছে অযোগ্যদের তালিকা। সেই তালিকা নিয়েও রাজনৈতিক মহলে চলেছে বিস্তর জলঘোলা। অবশেষে এসএসসি-র নিয়োগ পরীক্ষার প্রথম দফা ০৭ সেপ্টেম্বর ২০২৫। পরীক্ষা ঘিরে বিস্তর কড়াকড়ি এবং সব দুর্নীতি মুছে ফেলার আশ্বাস। কিন্তু ন্যায়ের পথে চাকরি পেয়েও যাঁরা সব হারালেন, সেই শিক্ষকদের চোখের জল মুছবে কে? কবে শাস্তি পাবে চাকরি চুরির রাঘববোয়ালেরা? নাকি নতুন করে নিয়োগ পরীক্ষাতেই ধামাচাপা পড়ে যাবে সব কিছু? অন্যের পাপের প্রায়শ্চিত্ত করবেন শুধু যোগ্য শিক্ষকরেরাই! দাগিদের জন্য প্রাণ কাঁদছে সরকারের? যোগ্যদের পাশে কেউ নেই? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত -টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাকরি চুরির পাপক্ষালন?’..৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার রাত ১০ টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...