চতুস্কোন পার্কের শারদীয়া সম্মেলনির দুর্গাপুজো দেখবে সবাই...

অনেক তো হলো থিমের বারাবাড়ি  এবার সাবেকিআনায় সরাসরি,- এই চিন্তায় ৮৩ তম বর্ষে পদার্পণ করল 'চতুস্কন পার্ক শারদীয়া সম্মেলনির' দূর্গা পুজো   

চন্দ্র মন্ডল লেন এবং প্রতাপাদিত্য  রোডের সংযোগস্থলে মাননীয়া সংসদ শ্রীমতি মালা রায়ের সভাপতিত্বে 'চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মেলনির' দুর্গা উৎসব প্রাণবন্ত হয়ে উঠলো

 শুধু প্রতিমা নয়,- সাথে সাবেকি চিন্তা মাথায় রেখে সারা প্যান্ডেল এ সূক্ষ্ম কাজ এবং বাঁশের ব্যবহার প্রশংসার দাবি রাখে।
 'চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনীর' মহিলাদের অগ্রণী ভূমিকা  এলাকাবাসী এবং দর্শকদের নজর কাড়ে।  

পুজোর দিনগুলো সকলে এক সাথে অঞ্জলি দেওয়া- পুজোর জোগাড়- এক সাথে খাওয়া দাওয়া আনন্দে মুখরিত হয়ে ওঠে এলাকাবাসি এমনই ভাব প্রকাশ সকলের।


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...