দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সীমান্তে স্বাধীনতা’। ১৭ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।


কলকাতা, ১৭ আগস্ট : অনুপ্রবেশ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সীমান্তের ও-পার থেকে অবৈধ ভাবে এ পারে আসা ঠেকাতে বসেছে কাঁটাতারের বেড়া। কড়া নজরদারি বিএসএফের। তার পরেও চলছে চোরাগোপ্তা অনুপ্রবেশ। আর তার জেরে নাজেহাল দশা সীমান্ত-লাগোয়া অঞ্চলের বাসিন্দা বৈধ ভারতীয় নাগরিকদের। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্ত এক ‘নেই-রাজ্য’। কাঁটাতারের বেড়ার জালে হারিয়ে গিয়েছে বেঁচে থাকার অধিকারগুলি। নেই রাস্তা, নেই স্কুল, নেই হাসপাতাল।  হাজারো বিধিনিষেধে বাঁধা পড়ে রয়েছে তাঁদের জীবন। এক অদ্ভুত দুনিয়া ভারত-বাংলাদেশ সীমান্ত। গোয়ালঘর এ দেশে, বসার ঘর বাংলাদেশে! কেমন করে কাটে তাঁদের দিন থেকে রাত? গ্রাউন্ড জিরো থেকে -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ  ‘সীমান্তে স্বাধীনতা’। ১৭ অগাস্ট ২০২৫। রবিবার রাত ১০ টায়।  



Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ