গনেশ পূজার দিন নিউটাউনের প্রাইড প্লাজা হোটেলের 'গো লাইভ স্টোরী' নামের এক অভিনয় প্রশিক্ষণ তথা চলচ্চিত্র সংক্রান্ত প্রতিষ্ঠান খুললেন ঋক জয়সওয়াল.....

কলকাতা (২৭ আগস্ট '২৫):- অংশীদার অর্জুন গুপ্তা-র সাথে জুটি বেঁধে নিউটাউনের প্রাইড প্লাজা হোটেলের ৫২২ নম্বর ঘরে 'গো লাইভ স্টোরী' নামের এক অভিনয় প্রশিক্ষণ তথা চলচ্চিত্র সংক্রান্ত প্রতিষ্ঠান খুললেন ঋক জয়সওয়াল।  

গণেশ আরাধনার মাধ্যমে প্রতিষ্ঠানের পথ চলা শুরুর পরে, সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'গো লাইভ স্টোরী'-র অন্যতম অংশীদার ঋক জয়সওয়াল জানান, "একই ছাদের তলায় এখানে অ্যাক্টিং, মডেলিং, ড্যান্স, জুম্বা, ফটোগ্রাফি, মেক-আপ, যোগা মেডিটেশন সহ পোস্ট প্রোডাকশন, এডিটিং সহ নানান কাজ করা হবে।"  

'গো লাইভ স্টোরী' ঘুরিয়ে দেখাতে দেখাতে ঋক আরো জানিয়েছেন, "কমবেশি ৪ হাজার বর্গফুটের এই প্রতিষ্ঠান থেকে ৬৯,৯৯৯ টাকার বিনিময়ে ৬ মাসের অভিনয় সংক্রান্ত শিক্ষা দেওয়ারও ব্যাবস্থা আছে।"

গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে আজ সায়াহ্ণে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেতা পার্থসারথি চক্রবর্তী বলেন ঋক এটা একটি দারুন কাজ করেছে। ঋক হলো আমার ভাই এবং পাশাপাশি একজন ভালো বন্ধু। ও ছোটো থেকেই অভিনয় এর সাথে জড়িত এবং এখন পাশাপাশি একজন ডিরেক্টর এবং প্রযোজক।  

এছাড়াও বিখ্যাত প্রযোজক-নির্দেশক সুচন্দ্রা ভানিয়া, অনুসূয়া সামন্ত, মডেল তথা অভিনেত্রী ঋতি চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করল 'গো লাইভ স্টোরী।'  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...