রাজ্যে বক্সিংয়ের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করতে হবে : স্বপন ব্যানার্জি।

কলকাতা (২৩ অগস্ট '২৫):- 'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া' সংক্ষেপ বিএফআই-এর সংযুক্ত সচিব নির্বাচিত হওয়ার পর কলকাতায় প্রত্যাবর্তন করে সাংবাদিকদের সাথে প্রথম সাক্ষাৎকারে স্বপন ব্যানার্জি ওরফে বাবুন জানান, "রাজ্যে বক্সিং-এর প্রসার ও উন্নতির কথা মাথায় রেখে, ভবিষ্যতে কলকাতায় জাতীয় বক্সিং প্রতিযোগিতা করার ইচ্ছা আছে।"

বহুমতের ভিত্তিতে 'বিএফআই'-এর সংযুক্ত সচিব নির্বাচিত হওয়ার পর কলকাতা ফেরার পথে আজ দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন ব্যানার্জি এই কথা জানান।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১ জুলাই জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই মাসের ২১ তারিখ সংগঠনের বার্ষিক সাধারণ সভা চলাকালীন নির্বাচনের মাধ্যমে বর্ষ ২০২৫ থেকে বর্ষ ২০২৯ মেয়াদের জন্য সংগঠনের কার্যকারী সমিতি গঠিত হয়েছে।

'বক্সিং ফেডারেশন অব ইণ্ডিয়া'-র তরফ থেকে জানানো হয়েছে, "কার্যকারী সমিতিতে বাঙালী মুখ হিসেবে রয়েছেন স্বপন ব্যানার্জি ওরফে বাবুন। ৬৬ জন নির্বাচকদের মধ্যে ৩৯ জন স্বপন ব্যানার্জি-র পক্ষে মতদান করেছেন।"   

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...