ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণবানন্দ কর্মশিক্ষা হলো এই পত্রিকার প্রকাশ হয় উত্তমকুমারের অজানা কথা নিয়ে " মহানায়ক "

উত্তমকুমারের অজানা কথা নিয়ে নিজস্ব প্রতিনিধি " মহানায়ক " চলে যাওয়ার ৪৬ বছর পরেও বাঙালির মনে চির ভাস্বর উত্তমকুমার। গত ৪ দশক ধরে তাঁকে নিয়ে কম লেখা হয়নি। তবুও মানুষের কৌতুহলের শেষ নেই। উত্তমকুমারের জীবনের জানা ও অজানা কথা নিয়ে " রকমারি" পত্রিকার উদ্ধোধন সংখ্যা " মহানায়ক" বেরোল। ইভেন্ট ম্যানিয়াক  এর নিবেদনে ৩১জুলাই ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রণবানন্দ কর্মশিক্ষা হলে( পি আই এম টি ক্যাম্পাস) এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হয়।  অনুষ্ঠানে অতিথি ছিলেন   অভিনেতা ও শিক্ষাবিদ ড. শঙ্কর ঘোষ, গিটারিস্ট পন্ডিত স্বপন সেন, কবি দেবযানী  বসু কুমার, অভিনেতা সঞ্জীব সরকার, অভিনেতা শুভাশিস ব্যানার্জি, চিত্রপরিচালক দিগ্বিজয় চৌধুরী,  জলসা আয়োজক তোচন ঘোষ, আলোকচিত্রী অতনু পাল ও সুখবর  এর সম্পাদক শমীক স্বপন ঘোষ। ২৪ জুলাই উত্তমকুমারের প্রয়াণ দিবসে নিজের ঘিরে " মহানায়ক" সংখ্যার উদ্বোধন করেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 
সাংবাদিক সৈকত হালদার সম্পাদিত " রকমারি" এর " মহানায়ক" সংখ্যায় তাঁকে নিয়ে স্মৃতি চারণ করেছেন অভিনেত্রী মাধবী মুখার্জি, কল্যাণী মন্ডল, শকুন্তলা বড়ুয়া, অভিনেতা ভাস্কর ব্যানার্জি, শুভাশিস মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার, ড. শঙ্কর ঘোষ, জলসা আয়োজক  তোচন ঘোষ, গিটারিস্ট পন্ডিত স্বপন সেন, মহানায়কের অজানা দিক নিয়ে কথা শুনিয়েছেন চিত্র পরিচালক দিগ্বিজয় চৌধুরী ও শিক্ষাবিদ অধ্যাপক প্রবীর কুমার দে। এই পত্রিকার বিশেষ আকর্ষণ উত্তমকুমারের প্রিয় ছবি নিয়ে নানা পেশার  কৃতীদের নিজস্ব অনুভূতি আর এই সময়ের মঞ্চ ও পর্দার অভিনেতা ও অভিনেত্রীরা  জানিয়েছেন স্বপ্নে যদি তাঁরা মহানায়কের সঙ্গে অভিনয় করতেন, তবে কোন কোন চরিত্র বেছে নিতেন। এছাড়াও পত্রিকার শেষ পাতায় সংকলিত হয়েছে উত্তমকুমারের চলচ্চিত্রপঞ্জি।    


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...