দিবাকর চক্রবর্তী 40 তম একক চিত্র প্রদর্শনী দিল্লির"AIFACS"- এর গ্যালারিতে...

চিত্রশিল্পী তার কল্পনা তুলি দিয়ে বাস্তবিক রূপকে তুলে ধরে। মানুষের কল্পনা শক্তিকে যদি কেউ বাস্তবায়িত করতে পারে সে হলো চিত্রশিল্পী। সেই চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম নাম দিবাকর চক্রবর্তী। তার 40 তম একক চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো 22-শে আগস্ট, দিল্লির বুকে "অল ইন্ডিয়া ফাইনান আর্টস এন্ড ক্রাফট সোসাইটিতে"। এই প্রদর্শনী চলবে ২৮শে আগস্ট অব্দি। ত্রিশরও বেশি সংখ্যক চিত্র এখানে প্রদর্শনী করা হচ্ছে এবং এই প্রদর্শনীর মূল থিম "মা দূর্গা"। মা দুর্গার বিভিন্ন রূপ এখানে তিনি তার তুলির টানে তুলে ধরেছেন। তার চিত্র প্রদর্শনীর একটি বুলেটিন থেকে জানা যায় পশ্চিমবঙ্গ ভারপ্রাপ্ত লোকসভা সাংসদ অভিষেক ব্যানার্জি তাকে শংসাপত্র প্রদান করেছেন শুধু তাই নয় ভারপ্রাপ্ত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী অরূপ রায় ও তাকে প্রশংসা পত্র দিয়েছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী অরূপ রয়, পূর্ব ভাইস প্রেসিডেন্ট AIFACS শ্রী রাজেন্দ্র আগারওয়াল, বিশিষ্ট চিত্রশিল্পী রাজেশ বাহেল, মহারাজা রামকৃষ্ণ মিশন শ্রী স্বামী মুক্তি মায়াবন, "দ্য হাত অফ আর্ট" এর শ্রী মুকেশ কুমার ও প্রমূখ।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...