TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নির্যাতনের শিক্ষাঙ্গন’। ০৬ জুলাই ২০২৫, রবিবার রাত ১০ টায়।


কলকাতা, ৬ই জুলাই:  ২৫ জুন ২০২৫। কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজের ইউনিয়ন রুমে সেই কলেজের ছাত্রীরই গণধর্ষণ! নির্যাতিতার বয়ানে শিউরে উঠছে জনতা। প্রথমে ইউনিয়ন রুমে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা, নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাস কষ্ট, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন নির্যাতিতা, বারবার বলার পর ইনহেলার নিয়ে আসে এক অভিযুক্ত, ইনহেলার নেওয়ার পর একটু সুস্থ বোধ করেন নির্যাতিতা। এরপরই গার্ডের ঘরে টেনে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। এই গণধর্ষণে সেই কলেজেরই তিন শাসক দলের ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ। এই তিন জনের মধ্যে মনোজিৎ মিশ্রকে নিয়ে উঠেছে বহু প্রশ্ন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত, শ্লীলতাহানি, সিভিক ভলান্টিয়ারকে চড়, হুমকি, মারধর, কলেজে থ্রেট কালচার চালানো, জামিন অযোগ্য ধারাতেও মামলা হয়েছে এই মনোজিতের বিরুদ্ধে। কিন্তু প্রতিবারই প্রভাব খাটিয়ে বেঁচে গিয়েছেন তিনি। তিলোত্তমা কাণ্ডের পর আবার এই ধরণের ঘটনা ঘটলো শিক্ষাঙ্গনে। তিলোত্তমা কাণ্ডের পরেই থ্রেট কালচার থেকে নানা দাদাগিরির অভিযোগ উঠেছিল শাসকদলের ছাত্র নেতাদের বিরুদ্ধে  এখানেও তার ব্যতিক্রম নয়। ছাত্র সংসদ নির্বাচন নেই তবুও ইউনিয়ন রুম দখল করে কারা চালিয়ে যাচ্ছে নৈরাজ্য? ক্রমেই রসাতলে যাচ্ছে এ রাজ্যের শিক্ষা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নির্যাতনের শিক্ষাঙ্গন’। ০৬ জুলাই ২০২৫, রবিবার রাত ১০  টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...