"সাকমান ভাগ্য" ফাউন্ডেশন এর উদ্যোগে "মিশন শক্তি নারী ২০২৫" নামাঙ্কিত ফ্যাশন শো...

সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় "সাকমান ভাগ্য" ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে "মিশন শক্তি নারী" নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া "অপারেশন সিন্দুর" বিষয়ও উদযাপন করা হয়।   

উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে পালন করতে পারার জন্য ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলের সেলস এবং মার্কেটিং এর দায়িত্বশীল কর্মকর্তা উৎসব চ্যাটার্জি খুবই গর্বিত। এই উজ্জ্বল ময় অনুষ্ঠানের জন্য তিনি ধন্যবাদ জানান "শোকমান ভাগ্য ফাউন্ডেশনের" অধিককর্তা আশুতোষ কুমার কে। আশুতোষ কুমার আমাদেরকে জানান যে " এটি একটি প্যান ইন্ডিয়া অনুষ্ঠান" প্যান ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তাদের সকল ধরনের ব্যবস্থাপনা তারা করেছেন। তাদের মূল উদ্দেশ্য নারী শক্তিকে নতুন রূপে শক্তির প্রতিরূপ হিসাবে তুলে ধরা তাদের এই পঞ্চম তম অনুষ্ঠান যথেষ্ট সাড়া ফেলেছে"। আশুতোষ কুমার আরো জানান যে আসন্ন ডিসেম্বর মাসে তারা "ভিক্টরি  ডে" নামক একটি অনুষ্ঠানের তৈরি করছেন।
উক্ত ফ্যাশন শোতে আধুনিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অভূতপূর্ব পোশাক ও রেম্প শো উপস্থাপনা করা হয়। জাতীয় সংগীত ও সিদ্ধি বিনায়ক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।  উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরিষ্ঠ আধিকারিক গণ ।  

"সাকমান ভাগ্য ফাউন্ডেশন" এর প্রধান পরিচালক ছিলেন আশুতোষ কুমার। NIFT, FDDI,TITLIYA, INSD,KALAVILAKUNG,ANKIBUNKI,DREAMCATCHER মতোন নামি দামি ফ্যাশন ডিজাইনার ইন্সটিটিউট উপস্থিত ছিলো। 

ড্রিম কালচারের তরফ থেকে ফ্যাশন ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি একমাত্র ফ্যাশন ডিজাইনার যিনি ব্যক্তিগত সংস্থা হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। এ ছাড়াও অতিথি হিসেব ছিলেন নিতু সাহ সহো আরও অনেকে।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...