TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ট্রাম্প ও তাঁর 'নিজস্ব' কাহিনি’’... ১ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়


কলকাতা ১ জুন:  অপারেশন সিঁদুর নাকি থামিয়েছেন ট্রাম্প! বুক ফুলিয়ে তেমন দাবিই করেছেন। তাঁর দাবিকে পাত্তা দেয়নি দিল্লি।  করছে কোনও তৃতীয় পক্ষের মতামত ভারত-পাক সমস্যায় তারা গ্রাহ্য করবে না। তার পরেও অনড় মার্কিন প্রেসিডেন্ট। এমনকী দেশের আদালতেও সেই দাবি পেশ করেছে ট্রাম্প প্রশাসন। এমন আজগুবি কাণ্ড করাটা অবশ্য ট্রাম্পের ক্ষেত্রে নতুন কিছু নয়। তিনি নাকি সব পারেন। এক লহমায় থামিয়ে দিতে পারেন গাজার উপরে ইজরায়েলের আক্রমণ। তিনি পুতিনকে বললেই থেমে যাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। বাস্তবে কিছুই হয় না। ২৫ মে, ২০২৫। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের উপর আছড়ে পড়েছে ৩৫৫টি রুশ ড্রোন। ৯টি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া। গাজ়ায় ইজ়রায়েলি হামলায় নতুন করে মৃত্যু হল একাধিক শিশু-সহ ৪৬ জনের। সোমবার ইজ়রায়েলের বিমানহানায় গাজ়ায় ৪৬ জন নিহত এবং ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাদের। ট্রাম্প কিন্তু বুক বাজিয়ে যান।  ট্রাম্পের দ্বিতীয়বারে হোয়াইট হাউসে ফেরায় আশায় বুক বেঁধেছিল বহু ভারতীয়। NRI-দেরও অনেক আশা ছিল ট্রাম্প প্রশাসনকে নিয়ে। কিন্তু সব কিছুই যেন ভেস্তে দিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় ভারতীয় পণ্যে ২৬ শতাংশ করে কর নেবে যুক্তরাষ্ট্রের সরকার এমনটাই ঘোষণা করলেন ট্রাম্প। দেশের কোম্পানিদেরও কড়া দাওয়াই আমেরিকা ছেড়ে অন্য দেশে গেলে দিতে হবে মোটা অঙ্কের শুল্ক। ধুঁকছে আমেরিকার অর্থনীতি। কাজ হারাচ্ছেন মানুষ। তবুও ট্রাম্প  বুনে যান নিজের সাফল্যের কাহিনি। এক বার নয়, বারবার। নিজের গড়ে তোলা জগতে তিনি নিজেই মোড়ল। এর জন্য কতটা বিপদের মুখে গোটা বিশ্ব? কী অবস্থান ভারতের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘ট্রাম্প ও তাঁর 'নিজস্ব' কাহিনি’’... ১ জুন ২০২৫, রবিবার, রাত ১০ টায়।   



Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ