হেডলাইনস কলকাতার প্রেস বিজ্ঞপ্তি...
কলকাতা (১৬ জুন '২৫):- 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর ছত্রছায়ায় 'হেডলাইনস কলকাতা' নামে কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'।
'ক্যাল কলিং টিভি'-র সাথে গাঁটছড়া বেঁধে কলকাতায় সংবাদ পরিবেশন শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'।
'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর সূত্র অনুযায়ী, "ত্রিপুরা, আসাম-এর পর এবার পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠান সঞ্চালনা ও সম্প্রচার করবে এই দৃশ্যশ্রাব্য সংবাদ মাধ্যম।
আজ অপরাহ্ণে বন্ধন গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, বিধাননগরের উপ নগরপাল অনীশ সরকার, সাহা টেক্সটাইলসের কর্ণধার কান্তিলাল সাহা, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা, প্রেস ক্লাব কলকাতা-র অধ্যক্ষ স্নেহাশিস সুর, শেরিফ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চাঁদমল লাধা, লংতরাই গুঁড়ো মশলা-র রতন দেবনাথ, ও 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর অন্যতম চালিকাশক্তি প্রণব সরকার ও ঋত্বিক মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে কলকাতায় কাজ শুরু করল 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'।