সল্টলেকের আইবি ব্লকের দুর্গাপুজো ৩৯ বছরে পা দিল এবারের থিম – “দুবাই দুর্গে দুর্গা”
সল্টলেক আইবি ব্লকে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঈশা সাহা। দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিতে পূজা দিয়ে, জগন্নাথ দেবের সাক্ষীতে এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন পুজো কমিটির চেয়ারম্যান রঞ্জন পোদ্দার, সঙ্গে ছিলেন আবির, ঈশা ও পুজো কমিটির অন্যান্য সদস্যরা।
এবছর আইবি ব্লকের দুর্গাপুজো ৩৯ বছরে পা দিল। এবারের থিম – “দুবাই দুর্গে দুর্গা”, যেখানে সনাতনী রূপেই পূজিতা হবেন মা দুর্গা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, যাঁর হাত ধরেই সম্পন্ন হয় খুঁটি পুজোর মূল আনুষ্ঠানিকতা।
দর্শনার্থীদের জন্য নানা চমক ও থিমের ছোঁয়ায় এবারের পুজো হয়ে উঠবে আরও আকর্ষণীয়—এমনই আশা পুজো কমিটির।