কলকাতা তে গো এভ্রিহোয়ার ও ট্রাভেলিক্সার দুটি স্টলে ভ্রমণ প্রিয় মানুষদের ভিড় চোখে পড়ার মত...

কলকাতায় এবার ইগলু । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি । কলকাতার গরমের মধ্যেও এবার ভ্রমণপিপাসু মানুষ দেখতে পাচ্ছেন বরফের ইগলু, সৌজন্যে শাশ্বতি ঘোষের কোম্পানি ট্রাভেলিক্সা । কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৭-২৯ শে জুন অনুষ্ঠিত হচ্ছে টুরিস্ট স্পট , আর সেখানেই ইগলুর দেখা মিলল ট্যুর প্ল্যানার কোম্পানি ট্রাভেলিক্সা র তরফে। এছাড়াও সকল ভ্রমণপিপাসু মানুষ দেখতে পাবেন।  

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখা মিলল লন্ডন বাসের । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি । কলকাতাতে এক সময় চলত ডবল ডেকার বাস, তবে সেসব অতীত, তবে এবার ভ্রমণপিপাসু মানুষ দেখতে পেলেন লন্ডনের ডবল ডেকার বাস , সৌজন্যে সন্বুদ্ধ ঘোষের কোম্পানি গো এভ্রিহোয়ার । কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৭-২৯ শে জুন অনুষ্ঠিত” টুরিস্ট স্পট” আর সেখানেই লন্ডন বাসের দেখা ট্যুর প্ল্যানার কোম্পানি গো এভ্রি হয়ারের তরফে।   


Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ