দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ’, ৪ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়....


কলকাতা, ৪ মে: ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের শঙ্খনাদ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপি। একই ভাবে ৩০ এপ্রিল ২০২৫,  বুধবার, অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চেয়েছে শাসকদল তৃণমূল। হুবহু পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দিঘায়। দিঘার জগন্নাথধামের স্থাপত্যশৈলীও চোখ ধাঁধানো। প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দির কি নতুন তীর্থক্ষেত্রে হিসেবে পর্যটক টানবে দিঘায়? নাকি এই মন্দির ঘিরে চলবে রাজনীতি? যেমনটা  শুরু হয়েছে। রাজ্যের বিরোধীদলের অভিযোগ সনাতনী ভোটব্যাঙ্ককে টার্গেট করতেই এই মন্দির তৈরি। পাশপাশি উদ্বোধনের দিন দিলীপ ঘোষের উপস্থিতি অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। রাম মন্দিরের পর আবার নতুন মন্দির রাজনীতি? গ্রাউন্ড জিরোয় TV9 বাংলার রিপোর্টিং সহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে  TV9 বাংলার নতুন সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ’, ৪ মে ২০২৫, রবিবার, রাত ১০ টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো