'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল'....

৪ ই মে ২০২৫ অপরাহ্ণে 'ইনফিনিটি সৌল্স' নিবেদিত 'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল' হয়ে গেল কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউন এলাকার চিনারপার্কের 'ফ্যাশন টিভি' কার্যালয়ে।  

অনুষ্ঠানে উপস্থিত থেকে 'লিফেস প্রোডাকশন'-এর প্রতিষ্ঠাতা নির্দেশক কৌস্তব ধর চৌধুরী জানিয়েছেন, "মোট ৯ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে মডেলরা রাম্পে ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছন।  

 অপরদিকে মডেল গ্রূমার মাধবীলতা মিত্র জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ থেকে ২৩ বছরের ১৫ জন মহিলা মডেল সহ একজন পুরুষ মডেল ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছেন"। 
 এই ফ্যাশন শোতে উপস্থিত হয়ে নিতু শাহ জানান,-" ফ্যাশন ডিজাইনারদের কাজের পাশাপাশি মডেলদের ক্যাটওয়াকও প্রশংসার দাবি রাখে"।  

 "ফ্যাশন টিভির" কার্যালয়ে  "কোচিওর লাইফ স্টাইল ফ্যাশান উইক ফল সমার ফেস্টিভাল" সাথে  আলো-এবং সুমধুর ঝংকারে উপস্থিত গুনিজন আনন্দিত হন।


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো