"আইকনিক ইভেন্ট প্লানার"-এর উদ্যোগে প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষণা...

"আইকনিক ইভেন্ট প্লানার"-এর ব্যবস্থাপনায় ৩০শে এপ্রিল, ২০২৫ (বুধবার), কলকাতার প্রখ্যাত গ্যালারি গোল্ড-এ শুরু হয় এক মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনী। সেই প্রদর্শনীরই অংশ হিসেবে আয়োজিত প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয় ১লা মে ২০২৫, বৃহস্পতিবার।  

ফলাফল ঘোষণার শুভক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার শ্রী অনুপম হালদার, "আইকনিক ইভেন্ট প্লানার"-এর ডিরেক্টর শ্রীমতী সাথী সরকার, আন্তর্জাতিক দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, খ্যাতনামা শিল্পপতি কুনাল সাহা, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নিতু সাহা, সমাজসেবক সৌম্য শেখর এবং কফি হাউজ কমিটি-র সেক্রেটারি অচিন্ত্য লাহা প্রমুখ বিশিষ্টজনেরা।

এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন:

ল্যান্ডস্কেপ বিভাগ
১ম – প্রদ্যুৎ কুমার দে
২য় – শারদ মনসারমনি
৩য় – অরিজিৎ দে

পিপল অ্যান্ড স্ট্রিট বিভাগ
১ম – পৃথুল দাস
২য় – সমীর পাল
৩য় – রতন সিনহা

ওয়াইল্ডলাইফ বিভাগ
১ম – চন্দন সরকার
২য় – অমিতাভ নন্দী
৩য় – ডঃ জয়শ্রী পাল

পোর্ট্রেট বিভাগ
১ম – বিশ্বদীপ মুখোপাধ্যায়
২য় – প্রদীপ্ত দাশগুপ্ত
৩য় – ফ্রান্সিস নায়েক

সমস্ত বিজয়ী ও অংশগ্রহণকারী আলোকচিত্রশিল্পীদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সনদ ও পুরস্কারে ভূষিত করা হয়। এই আয়োজনটি নিঃসন্দেহে শিল্প ও সৃজনশীলতার প্রতি এক অনন্য শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...