দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয়াল ভূস্বর্গ’, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়


কলকাতা, ২৬শে এপ্রিল: ২২ এপ্রিল ২০২৫। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ড! সেনা-পোশাকে জঙ্গিরা ধর্ম জেনে বেছে বেছে খুন করল নিরীহ পর্যটকদের। ২৬ জন পর্যটক ও এক জন ঘোড়া চালক শিকার এই নৃশংসতার। হামলার মাস্টারমাইন্ড কারা? কী ভাবে টার্গেট করা হল নিরীহদের? পাকিস্তানের মদতে কেন বারবার রক্তাক্ত ভূস্বর্গ? নেহরু আমলেই কি লুকিয়ে সন্ত্রাসের বীজ? পাকিস্তান বারবার যুদ্ধ করেও হেরেছে ভারতের কাছে। চারবার যুদ্ধে হারের পর তারা জঙ্গি মদতে সন্ত্রাস ছড়াচ্ছে কাশ্মীরে। গত ক’বছরের মধ্যে উরি, পুলওয়ামা হামলার পর আর এক ভয়ঙ্কর ছবি তুলে ধরলো এই পহেলগাঁও হামলা। পহেলগাঁওয়ে পর্যটক হত্যার পরে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের। বন্ধ সিন্ধুর জল। ভাতে মারবে ভারত? চলেছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিও। গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা। কী সত্যি উঠে আসছে কাশ্মীরের মাটিতে? বিশেষজ্ঞরাই বা কী বলছেন এই পরিস্থিতিতে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয়াল ভূস্বর্গ’, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...