দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্রিগেড-জোরে বরাত ফেরে?’ , ২০ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়


কলকাতা, ২০ এপ্রিল : আজ কলকাতার রাজপথে শুধু একটাই রং, লাল। লাখ লাখ মানুষের লাল পতাকা হাতে যাত্রা কলকাতা ময়দান। মানে, বাঙালির ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। দেশ -বিদেশের গন্ডি পেরিয়ে কত নেতা, কত হেভিওয়েট, কত রাষ্ট্রনায়কের জ্বালাময়ী বক্তৃতার সাক্ষী থেকেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গত বছরও লোকসভা ভোটের আগে লাল পতাকায় ঢেকেছিল এই ব্রিগেড, কিন্তু যখন ফলাফল বের হল, তখন বামেদের ঝুলিতে ডাহা গোল্লা! এবার সামনে আবার একটা ভোট, বিধানসভা ভোট। ভোটের আগে জমজমাট সিপিএমের শ্রমিক-কৃষক-বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড, কিন্তু ভোট বাক্সে আদৌ কী কোনও প্রভাব ফেলবে এই ব্রিগেড? ব্রিগেডে দেওয়া রাজনৈতিক বার্তায় কী ঘুরে দাঁড়াবে সিপিএম মানে বামেরা? নাকি শুধুই শক্তি প্রদর্শনটাই সার!

জমায়েতের সঙ্গে রাজনীতির অঙ্কের হিসেবটা করতে কেন বারবার ফেল করছেন বাম নেতারা? ব্রিগেডেই বন্দি বামেদের শক্তি?বছর বছর বাড়ছে বিড়ম্বনা! ভোঁতা হয়েছে ব্রিগেড-অস্ত্র? কী হবে এবার ভোটে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্রিগেড-জোরে বরাত ফেরে?’, ২০ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো