দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতির রামনবমী!, ০৬ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়
কলকাতা, ০৬ এপ্রিল : ৩১ মার্চ ২০২৫। সারা রাজ্য থেকে দেশজুড়ে ঈদের উদযাপন। আগের রাতেই সেজে উঠেছিল শহর থেকে শহরতলি। এক সম্প্রীতির ছবি। আর এক সপ্তাহের মধ্যে আর এক পুন্য তিথির সামনে দাঁড়িয়ে আমরা। শ্রী রামচন্দ্রের জন্মতিথি। এক সপ্তাহের মধ্যেই যেন ছবিটা বদলে গেল। আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল টানাপড়েন। রাজনীতির টানাপড়েন। আর তাতেই অস্ত্র হাতে হিন্দু জাগরণের ডাক দিয়েছিলো রাজ্যের প্রধান বিরোধী দল। এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আবেদন। উৎসবের দিনে অশান্তির হাতছানি। দিকে দিকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার ডাক। কিন্তু প্রতিরোধ-প্রতিশোধের প্রশ্ন আসছে কেন? বিজেপি নেতারা অতীতের রামনবমীতে অশান্তির প্রসঙ্গ টানছেন। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছিল। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এনআইএ তদন্তও চলছে। সব মিলিয়ে চড়া সুর বিজেপি নেতাদের। ‘প্ররোচনা’ আর ‘অসহিসহিষ্ণুতা’-র চাপানউতোর। উত্তর ভারতের উৎসব বাংলায় এল কীভাবে? কবে থেকে শুরু এই রামনবমী উদযাপনের? আগামী বিধানসভা ভোটের অঙ্ক কষেই কি এ বছর রামনবমী নিয়ে এত উত্তেজনা? ভোটের স্বার্থেই কি সংখ্যাগুরু আর লঘুর বিভাজন? উত্তর খুঁজতেই -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতির রামনবমী!’, ০৬ এপ্রিল ২০২৫, রবিবার, রাত ১০ টায়।