উন্নতির চরম শিখর,- অনলাইন থেকে অফলাইন ব্যবসা...

অনলাইন থেকে অফলাইনে ব্যবসার পরিধি বাড়াতে উদ্যোগী হলো মাই চয়েস ব্র্যান্ড।  শনিবার চিনারপার্কে স্পন্সার শপিং মলে শুভ উদ্বোধন হলো মাই চয়েস কৃত্রিম গহনার স্টোর।  এখানে মিলবে আধুনিক ও হালকা গহনার সম্ভার।  এটি একটি চতুর্থ আউটলেট্।  

মার্জিত ও কালজয়ী সূক্ষ্ম কৃত্রিম গহনা
ভারতে উচ্চমানের সূক্ষ্ম কৃত্রিম গহনার একটি অত্যাশ্চর্য সংগ্রহ আবিষ্কার।   নেকলেস, কানের দুল, ব্রেসলেট এবং আংটি,এডি জুয়ালারি, জয়পুরি কালেকশন যা যেকোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত। 

 প্রতিটি নকশা নিখুঁত ভাবে সাজানো ও মনোযোগ সহকারে তৈরি করা হয়েছে, যা আপনাকে আরও আকর্ষণীয় ও  আপনার স্টাইলকে এক আলাদা মাত্রা এনে দেয়। এদিন উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন প্ৰখ্যাত ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী।  ছিলেন চলচ্চিত্র পরিচালক নিতু সাহা, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর স্বাতী, অভিনেত্রী ও আর. জে অনুপ্তা ঘোষাল সহ অনন্যারা।  অনলাইনে সর্বশেষতম ভারতীয় কৃত্রিম গহনা কেনার এবং দ্রুত ডেলিভারি, নিরাপদ অর্থপ্রদান এবং ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা উপভোগ করতে আসতেই হবে মাই চয়েস স্টোরে। একবার এসেই দেখুন!

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...