রেডওয়াইন এন্টারটেনমেন্ট' পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র' নিবেদিত দ্বিতীয় 'বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল...
বসাক ইন্টিরিয়র' নিবেদিত ও 'রেডওয়াইন এন্টারটেনমেন্ট' পরিচালিত দ্বিতীয় 'বঙ্গ পুরুষ সম্মান' পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন উজ্জ্বল গুনি ব্যক্তিবর্গ।
মৃণাল চক্রবর্তী এবং রেডিও জকি রাজা-র মতো বিশিষ্ট দুই ব্যক্তির হাতে 'বঙ্গ পুরুষ সম্মান ২০২৫' প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)।
২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় কোলকাতার ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' সংক্ষেপে 'আই সি সিআর'-এ ১৯ জন স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য পুরুষের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, "নিজ হাতে বিদগ্ধ ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে কৃতার্থ বোধ করছি।
পাঞ্চালি মুন্সী হালদার আন্তরিক উপস্থিতি মূল্যবান বক্তব্য হৃদ স্পর্শ করলো!