কলকাতা প্রেস ক্লাবে বাংলা নাট্যাঙ্গনের অন্যতম স্বনামধন্য দল, নৈহাটি ব্রাত্যজন, তাদের গৌরবময় ১০ বছর পূর্তি উপলক্ষে এক প্রেস কনফারেন্স হয়ে গেলো....
১৬ এপ্রিল কলকাতা ২০২৫ : প্রেস ক্লাব এ বাংলা নাট্যাঙ্গনের অন্যতম স্বনামধন্য দল, নৈহাটি ব্রাত্যজন, তাদের গৌরবময় ১০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য নাট্যোৎসব আয়োজন করতে চলেছে। ৬ দিনব্যাপী এই বিশেষ উৎসবটি আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে আকাদেমি অফ্ ফাইন আর্টস, কলকাতায়। নাট্যচর্চার এক দশকের সাফল্য উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানে থাকছে ১১টি মঞ্চনাটক, অঙ্গনে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা। এই বর্ণময় উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব শ্রী ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, এবং বিশেষ অতিথি হিসাবে মঞ্চ অলংকৃত করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ ও শ্রী সুজিত বোস মহাশয়। বাংলার নাট্য সংস্কৃতির অগ্রগতি ও প্রসারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে 'ব্রাত্যজন সম্মান' প্রদান করা হবে। তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এ বছরের নাট্যোৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এই সমগ্র উৎসবের তত্ত্বাবধান, প্রচার এবং ব্যবস্থাপনায় থাকছে AD PIX Production। তাদের দক্ষ ব্যবস্থাপনায় এই উৎসব হবে নাট্যপ্রেমীদের এক মহামিলনস্থল। উৎসবের ৬ দিনে ১১টি মঞ্চ নাটকের পাশাপাশি প্রতিদিন থাকবে নানান রকমের অক্সন উপস্থাপনা। নাট্যদলগুলির অভিনব পরিবেশনা দর্শকদের এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা দেবে বলে আশা করা যায়।
নৈহাটি ব্রাত্যজনের এই প্রচেষ্টায় বাংলা নাট্যজগত আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের নাট্যকর্মীদের জন্য এটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। নাটকের আলোয় উদ্ভাসিত এই ৬ দিন হবে নাট্যপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই বিশেষ নাট্য উৎসব উপলক্ষে সকল নাট্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ জনগণকে উষ্ণ আমন্ত্রণ জানানো হচ্ছে। নাট্যদলের তরফ থেকে আপনাদের সবাইকে আজ এই সাংবাদিক বৈঠকে স্বাগত জানাই। আগামি ২৫ থেকে ৩০ এপ্রিল আকাদেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হতে চলেছে “নৈহাটি ব্রাত্যজন নাট্যাৎসব ২০২৫”। নৈহাটি ব্রাত্যজনের কর্ণধার শ্রী পার্থ ভৌমিক মহাশয়।
তথা বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। প্রধানত তার উদ্যোগেই এই নাট্যাৎসব।
আপনারা লক্ষ করলে দেখতে পাবেন সন্ত্রাসের ছায়া মুছে দিয়ে সংস্কৃতির আলোয় আলোকিত হচ্ছে ব্যারাকপুর অঞ্চল। ব্যারাকপুর লোকসভা অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চলে বর্তমানে ৮০টির বেশি নাট্যদল সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এই নাট্যদলগুলি নিয়মিত নাট্যচর্চা করে এবং বছরে বিভিন্ন সময়ে নাট্যোৎসবের আয়োজন করে, যার মাধ্যমে শুধু বিনোদন নয়, সমাজচেতনাও ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।
অবাক করার মতো হলেও সত্যি, এই অঞ্চলের অধিকাংশ বিধায়করা নিজেরাও যুক্ত নাট্যচর্চার সঙ্গে। হালিশহর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী অভিনয় করছেন ‘ফেরারী ফৌজ’ নাটকে। নৈহাটির বিধায়ক সনৎ দে অভিনয় করছেন ‘কেনারাম বেচারাম’-এ আর সোমনাথ শ্যাম, যিনি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনিও এখন থিয়েটারে যুক্ত হয়েছেন। এছাড়াও এই নাট্য উৎসবের আহ্বায়ক তথা ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নিজেও একজন নাট্যকর্মী ছিলেন। আর সাংসদ পার্থ ভৌমিকের কথা আলাদা করে নাই বা বললাম।
• অর্থাৎ গুলি বোমার ব্যারাকপুর, ধীরে ধীরে হয়ে উঠেছে সংস্কৃতির ব্যারাকপুর।
• তাই আগামি ২৫ থেকে ৩০ এপ্রিল আকাদেমি অফ ফাইন আর্টসে “নৈহাটি ব্রাত্যজন নাট্যাৎসব ২০২৫”-এ আপনারা উপস্থিত থেকে উৎসবটি সাফল্যমণ্ডিত করে তুলুন।