*দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়।


কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি :আক্রান্ত বঙ্গবন্ধু। বুলডোজার চলল বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২-এর বাড়িতে। হাসিনার দেশ ছাড়ার পর থেকেই ইতিহাসকে বদলে ফেলার কাজ চলছে। আক্রান্ত সংখ্যালঘুরাও। বিচারের নাম চলছে প্রহসন। এই পরিস্থিতিতে ছাড় পেল না ভাষা দিবসও। কুমিল্লায় ভাষা শহিদদের স্মরণে নির্মিত মিনার গুঁড়িয়ে দিল উন্মত্ত জনতা। এর আগে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাহান্নর ভাষা আন্দোলনের আঁতুড়ঘর নারায়ণগঞ্জের বায়তুল আমান ভবন। মুহাম্মদইউনূসের বাংলাদেশে আজ বাংলা ভাষায় আক্রান্ত। পাকিস্তানের প্রেমে মজে ক্রমশ উর্দুকে চাপিয়ে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সাত দশক পরে আবার বিপন্ন বাংলা ভাষা। মাথা চাড়া দিচ্ছে মৌলবাদ। কিন্তু একদিন এই একুশে ফেব্রুয়ারিতেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখছিল কোটি কোটি বাঙালি। মুক্তিযুদ্ধের পথ দেখিয়েছিল ভাষা আন্দোলন। বাংলাদেশ কি সেই আন্দোলনের ইতিহাস সমেত মুছে ফেলতে চাইছে বাংলাভাষাকে? উত্তর খুঁজতে বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রক্তরাঙা বাংলাভাষা’। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়।  



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...