দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?, ৫জানুয়ারি, ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

কলকাতা ৫ জানুয়ারি : ৯/১১ থেকে ২৬/১১। নামগুলো শুনলে এখনও ভয় করে। বিগত দেড় দশকে বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে মুম্বই, পুণে ও বেঙ্গালুরুর মতো শহরগুলি। কখনও রেলওয়ে স্টেশন, পাঁচতারা হোটেল, লোকাল ট্রেন বা ক্যাফে, কিছুই বাদ পড়েনি। আর কখনও গুলি আর কখনও বোমার শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু গত বছর অগাস্ট মাসে বাংলাদেশের পট পরিবর্তনের পর বারবার উঠে এসেছে এপার বাংলায় জঙ্গি অনুপ্রবেশের কথা। বাংলা কি এখন জঙ্গিদের মুক্তাঞ্চল? কাঁটাতার পেরিয়ে তারা কীভাবে আসছে আমাদের দেশে? জাল নথি দিয়ে কোন চক্র বানিয়ে দিচ্ছে তাদের পাসপোর্ট? কীভাবে কাজ করছে স্লিপার সেলের নেটওয়ার্ক? আল কায়দা থেকে আনসারুল্লাহ বাংলা টিম নাম উঠে আসছে একাধিক জঙ্গি গোষ্ঠীরা। শেষ কয়েক সপ্তাহে অসম ও বাংলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত জঙ্গিরা ডেরায় জানিয়েছেন কয়েকমাস ধরে তাঁরা বারবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে কি গড়ে উঠছে খাগড়াগড়? এই জঙ্গিদের নাকি প্ল্যান ছিল বাংলার দিকে দিকে হামলা! এই পরিস্থিতিতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য প্রশাসনের নিশানায় বিএসএফ আর কেন্দ্রের নিশানায় রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রাজনীতি। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ কী? সমাধান কি মিলবে? নাকি আমাদের পাশে বাসে-ট্রেনে ঘুরে বেড়াবে কোনও অনুপ্রবেশকারী, যার উদ্দেশ্য এ দেশে নাশকতা ছড়ানো? উত্তর খুঁজতে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, কর্নেল দীপতাংশু চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী মতো বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?, দেখুন ৫ জানুয়ারি, ২০২৫, রবিবার, রাত ১০ টায়।




Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ