ধাণুকা ধুনসেরি পুরস্কৃত করল রাজ্যের প্রতিভাবান দাবারুদের....

কলকাতা (৪ জানুয়ারী '২৫):- পশ্চিমবঙ্গের শিশু ও কিশোর-কিশোরীদের দাবা খেলায় আরো উৎসাহিত করার লক্ষ্যে গত বছর রাজ্য জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবা প্রতিযোগিতায় বিজয়ী ও বিজয়িনীদের সম্মানে ভূষিত করল 'ধানুকা ধুনসেরী দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমী'।  
পুরস্কার প্রাপক প্রাপিকাদের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও।
আজ অপরাহ্নে দিব্যেন্দু বড়ুয়া এবং সি কে ধানুকা মোট ৭ জন দাবাড়ুকে পুরস্কৃত করেন।  

                                                 

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো