তৃতীয় অল বেঙ্গল যোগা ডান্স আর্ম ফাইটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫...

গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ জানুয়ারি, ২০২৫। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিনে বাঙ্গুরের কলকাকলি মুক্ত মঞ্চে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে আয়োজিত হল তৃতীয় অল বেঙ্গল যোগা, ডান্স এবং আর্ম ফাইটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫। সারাদিনব্যাপি এই প্রতিযোগিতায় যোগা তে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয় আমিশারাজ বাড়ুই, নৃত্যে সোনালী ঘোষ, স্বস্তিকা ঘোষ এবং বর্ষা। আর্ম ফাইটিং এ রোহন নন্দন, বডি বিল্ডিংয়ে রাজ্য পুলিশে কর্মরত সৌমেন মুখার্জী,
জুনিয়র গ্রূপে ৫ বছরের নিচে অমররাজ বাড়ুই। প্রতিটি বিভাগের প্রদর্শন ছিল মনমুগ্ধকর। এদিনের চ্যাম্পিয়নশিপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী, গোপাল দেবনাথ রাজীব ব্যানার্জী এবং মাস্টার বিজয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দিয়ে সম্মানিত এবং উৎসাহিত করেন উপস্থিত অতিথিগণ।অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি মাহেশ্বরী, আয়েশারাজ, সৌজন্য এবং আমিশারাজ।  
আয়োজক সংস্থার কর্ণধার অশোকরাজ বলেন সকলের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেওয়া উচিৎ। ছোটরা মোবাইল থেকে দূরে থাকুক এবং প্রতিনিয়ত শরীর চর্চায় মেতে থাকুক।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...