প্রবীণ সাংবাদিক গোপাল দেবনাথকে হ্যালো কলকাতা উৎকর্ষ সন্মান প্রদান।

৭ জানুয়ারি, ২০২৫। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে হ্যালো কলকাতা থ্রিডি নিউজ-মিডিয়া, ইভেন্টস, পি আর এবং ফিল্মস থেকে সম্মানজনক অ্যাচিভার এওয়ার্ডটি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও সামাজিকভাবে স্বীকৃত এবং সাংস্কৃতিক প্রেরণাদাতা গোপাল দেবনাথকে উপস্থিত অতিথিগণ সন্মান সহকারে সার্টিফিকেট এবং সুদৃশ্য ট্রফিটি তুলে দিলেন।
দীর্ঘ ৪৪ বছর ধরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক পত্রিকায় সাংবাদিকতার বিশাল অভিজ্ঞতার জন্য গোপাল দেবনাথকে হ্যালো কলকাতা উৎকর্ষ সম্মান তুলে দেওয়া হলো।
গোপালবাবু  দুটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ স্টারডম এবং জি আর এস নিউজ ইন্ডিয়া সফলভাবে পরিচালনা করছেন। শুধু তাই নয় তিনি দক্ষতার সাথে নিউজ স্টারডম ইউটিউব চ্যানেলটি সফলতার পরিচালনা করছেন।
এছাড়াও তিনি শুধু সাংবাদিকতা করেন তাই নয় বিভিন্ন সংগঠনের সামাজিক-সাংস্কৃতিক কল্যাণমূলক উদ্যোগে বিভিন্নভাবে নিয়মিত সহায়তা করেন।
"আমরা এই স্বর্ণ-হৃদয়ের বহু-প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে গর্বিত," উপস্থিত সাংবাদিকদের একথা বলেন হ্যালো কলকাতার সম্পাদক ও পরিচালক আশীষ বসাক।
বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে  এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে  গোপাল দেবনাথের হাতে হ্যালো কলকাতা উৎকর্ষ সম্মান তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, সংস্থার সম্পাদক আশীষ বসাক, বাচিকশিল্পী পাপিয়া দাস, হাইকোর্টের বিশিষ্ট মহিলা আইনজীবী সহ বিশিষ্টজন।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...