কলকাতার চালু হল পরিকল্পনাজনিত নতুন সংস্থা 'আইকনিক'....

কলকাতা (১৫ জানুয়ারী '২৪):- শহর কলকাতা ও তৎসংলগ্ন শহরতলীর নাগরিকদের আরো একটু বেশি স্বাচ্ছন্দ দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা 'আইকনিক'।
'আইকনিক' সংস্থার দুই প্রতিনিধি রূপা মালাকার ও লিটসি দাসের পাশে দাঁড়িয়ে সংস্থার অন্যতম নির্দেশক সাথী সরকার জানিয়েছেন, "একই ছাদের তলায় এখানে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংক্রান্ত যাবতীয় কাজ, বিবিধ প্রকার ছাপার কাজ, বাণিজ্যিক সংস্থার কার্যক্রম, বিবাহের কাজ, ফ্যাশন ও পুরস্কার বিতরণী কার্যক্রম ও অন্যান্য কাজ করা হবে।  
সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য দাবা খেলোয়াড় ও ১৯৯১ সালের গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, অভিনেতা রাজীব বোস, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা, আইনজীবী সুদীপ্ত রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো