আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকেল ৪ টে পর্যন্ত মোট ২,২২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন....



কলকাতা (২৩ জানুয়ারী '২৫):- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'।

'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন'-এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কেও সম্মানিত করা হয়।  

আজ সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান।
'কে এস এল এ'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "রক্তদান উৎসবের মাধ্যমে কয়েক হাজার নরনারী আজ রক্তদান করবেন।

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...