দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ধর্ম-কাঁটায় বাংলাদেশ’। ৮ ডিসেম্বর, রবিবার রাত ১০ টায়


কলকাতা, ০৮ ডিসেম্বর: বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর চরম অত্যাচার ও মৌলবাদী শক্তির উত্থান নতুন করে আলোড়ন তুলেছে। সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও তাঁর সমর্থনে থাকা আইনজীবীদের উপর হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রশ্ন তুলছে। তাঁর বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন একাধিক আইনজীবী। আদালতে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলছেন অনেকে। ইসকন মন্দির ও হিন্দু ধর্মস্থানে ধারাবাহিক হামলা, সংখ্যালঘুদের বাড়িঘর পোড়ানো এবং ভারতীয় পর্যটকদের হুমকির ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৌলবাদীরা তালিবানি নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সরকার চরমপন্থী সংগঠনগুলোর কার্যকলাপ ঠেকাতে ব্যর্থ। জামাত-ই-ইসলামী ও হরকত-উল-জিহাদের মতো সংগঠনগুলি প্রশাসনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে মরিয়া। এর ফলে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আর মাত্র কয়েকদিন বাদেই বিজয় দিবস। স্বাধীনতার অবদানের কথা ভুলে ভারতের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা। মানবাধিকারের এই অবনতির প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়েও নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখছে বিশেষজ্ঞমহল। পাশাপাশি রয়েছে জঙ্গি অনুপ্রবেশের ভয়। চলছে কড়া নজরদারি। প্রতিদিন চিকিৎসা থেকে ব্যবসা বহু বাংলাদেশী নাগরিক ভারতে আসেন। চিন্তার ভাঁজ তাঁদের কপালেও। কবে মিটবে এই অস্থিরতা? নাকি আবার ৪৭ বা ৭১-এর মত শরণার্থী স্রোত দেখতে হবে আমাদের? আবার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মীয় সংখ্যালঘুকে প্রাণ বাঁচিয়ে পাড়ি দিতে হবে এই দেশে? এই পরিস্থিতি বারবার উস্কে দিচ্ছে এ দেশের রাজনীতিকেও। শাসক বিরোধী তরজা তুঙ্গে। পড়শী দেশের এই অচল অবস্থা কি আদৌ কাটবে? উত্তর খুঁজতে -TV9 বাংলার নতুন নিউজ সিরিজ,‘ধর্ম-কাঁটায় বাংলাদেশ’। ৮ ডিসেম্বর, রবিবার রাত ১০ টায়।  



Popular posts from this blog

Manipal Hospitals achieves a remarkable medical feat, saving life and actuating faster recovery of a critically ill malaria patient through a multi-disciplinary care...

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ