কলকাতা প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৪। রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪। রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হল।এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, অলক ফাউন্ডেশানের কর্ণধার দেবযানী ঘোষ, আর পি এ-সংস্থার সহ-সভাপতি সনৎ সেন,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইলো দে বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদ্বীপ ব্যানার্জী।
১৩ তম বঙ্গ গৌরব অনন্য সন্মান মোট নয়জনকে প্রদান করা হয়।  

তাদের মধ্যে তিনজন সার্টিফিকেট সহ স্বর্ণপদক লাভ করেন। তারা হলেন যথাক্রমে- শাইলো দে বিশ্বাস, দেবযানী চক্রবর্তী ও বীনা দত্ত কর। এছাড়াও ছয়জন সার্টিফিকেট এবং ট্রফি প্রাপকেরা হলেন সুষেন চৌধুরী, শুভ্রা নায়েক, তারক ধর, নিউজ স্টারডম এর সম্পাদক গোপাল দেবনাথ, অরূপ গুহ ও তপন জানা।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী, রিয়া দাস, দেবশ্রী মুখার্জী, প্রদীপ বড়াল সহ বিশিষ্টজন।
সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বর্ধন ও গ্ল্যামার গ্লো ফ্যাশানের কর্ণধার মৌসুমী বর্ধন।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...