পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র 'আনন্দ বিদায়'-এর পোস্টার ও প্রমো মুক্তি পেল কলকাতা প্রেসক্লাবে।

উৎসবের প্রাক্কালে কাহিনীকার রাজগোলক-এর কাহিনী অবলম্বনে 'গজরাজ মুভিজ অ্যাণ্ড এন্টারটেনমেন্ট' নিবেদিত, সুমিতা দাস প্রযোজিত ও চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ রায় নির্দেশিত পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র 'আনন্দ বিদায়'-এর পোস্টার ও প্রমো মুক্তি ঘটল আজ।

প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "এক অন্ধ ছেলের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

'আনন্দ বিদায়'-এর পরিচালক জানিয়েছেন, "নবাগত প্রতীক ও দিয়া-কে দেখা যাবে এই কাহিনীচিত্রে। আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ১০০ মিনিটের এই কাহিনীচিত্র।  

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "উদিত নারায়ণ, অন্বেষা সহ অপর ৫ জন কন্ঠসঙ্গীত শিল্পী এই চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন।
দেবেশ রায়চৌধুরী, হিমাদ্রি দাশ, বিশ্বজিৎ চৌধুরী, গৌরনাথ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নবীন শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো