শিলচর, আসাম:- অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি ১০৫তম বর্ষে পদার্পণ করলো

শিলচর, আসাম:- অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি ১০৫তম বর্ষে পদার্পণ করলো। অম্বিকাপুর পূর্ব পাড়া শহরের অন্যতম নজরকাড়া পূজো।প্রত্যেক বছর এই পুজো কমিটি কিছু না কিছু করেই থাকে আর এবছরও তার ব্যতিক্রম হয়নি।
"দুর্গোৎসবকে আনন্দ মুখরিত করার উদ্দেশ্যে এই বছরেও এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এখানকার পুজো কমিটি আর পুরো অনুষ্ঠানটির আয়োজনে ছিল শিবু সোম,স্টুডিও লর্ডকৃষ্ণ।অনুষ্ঠানে পুজোর প্রেসিডেন্ট তমাল বণিক বিখ্যাত অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান লাফটার চ্যালেঞ্জ বিজয়ী সুনীল পাল, বিবেক মুখার্জি সারেগামাপা বিজয়ী, অলিভা চক্রবর্তী সারেগামাপা বিজয়ী এবং মিমিক্রি শিল্পী এবং অ্যাঙ্কর অভিষেক তেওয়ারিকে ফেলিসিটেড করেন।পুজো আয়োজকদের তরফে প্রেসিডেন্ট তমাল বনিক জানিয়েছেন,আমরা প্রত্যেক বছর যেরকম ভাবে পুজোর সময় দর্শকদের আনন্দ দিয়ে আসছি সেরকম ভাবেই আনন্দ দিয়ে যাব।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো