"কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ" ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হয়ে গেল ২০২৪


এ ডি এস ডি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত  পশ্চিম বঙ্গ  সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় ৮ ই সেপটেম্বর নিউটাউনের নভোটেল হোটেলে একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হল । 

উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে  পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে "এ.ডি.এস. ডি"  আয়োজিত উজ্জ্বল সন্ধ্যা "কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ"   এবং  বাংলার ব্যাবসা বৃদ্ধিতে ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে "লিডারশিশ আচিভমেণ্ট আওয়ার্ড"" এর আয়োজন জানালেন এ.ডি.এস.ডি র পক্ষে সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ।   


এদিন এই উপলক্ষে  উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার পক্ষে দিও নন্দন সাউ, অনির্বাণ ভট্টাচার্য, আদনান হাসান,অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার।এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তররের মন্ত্রী বিপ্লব মিত্র, ক্রেতা সুরক্ষা দপ্তররের আধিকারিক অনিতা পাইন, পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব বিভাগের আধিকারিক ও খ্যাতনামা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার এবং ক্রিয়াবিদ আলোক মুখার্জি ও অতনু ভট্টাচার্য সহ আরো অনেকে। এদিন লিডারশিপ আচিভমেন্ট আওয়ার্ডে  পুরস্কৃত হলেন,  খুকুমনি আলতা সিঁদুররের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড,,  আর আর ডেভলপার, শ্রী বালাজি, পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড,রেশমী মেটালিক্স , টিম টরাস ,এম আর সি কনস্ট্রাকশন , নিউ টাউন নির্মাণ  কনসোডিয়াম, ইম্প্রেশন ডিজিটাল মার্কেটিং  সহ আরো অনেক বিশিষ্ট ব্যাবসায়িক প্রতিষ্টান সহ সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জী , সমাজসেবী চিন্ময় চ্যাটার্জি সহ মোট ১৬ জন।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো