কোলকাতায় হয়ে গেল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির...

কোলকাতা (২২ সেপ্টেম্বর '২৪):- উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর পরিচালনায় রবিবার কোলকাতায় হয়ে গেল 'মেগা ব্লাড ডোনেশন হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প ২০২৪'।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মোঃ নাদিমুল হক, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা দক্ষিণ কোলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান, রাজ্য সম্পাদক মুরাদ এস মামুদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।  

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল-এর সাধারণ সম্পাদক জুনেইদ খান জানিয়েছেন, "চক্ষু পরীক্ষা শিবির থেকে চিহ্ণিত ২৫ জন ব্যক্তির চক্ষু শল্য চিকিৎসার ব্যবস্থা করবে সংগঠন।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...