পায়ে পায়ে ছেচল্লিশ পেরিয়ে সাতচল্লিশে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব

ছেচল্লিশ বছর পূর্ণ করে সাতচল্লিশে পদার্পণ করলো ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। ২৫ আগস্ট রবিবার, ৪৬ তম বর্ষপূর্তি উদযাপন করলো এই সংস্থা। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন  রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমনকল্যাণ সেন, দুই সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, দুই সহকারী সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য ও সঞ্জয় হাজরা।  

অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।   

প্রতি বছরের মতো এবারও কলকাতা, যাদবপুর, বর্ধমান, রবীন্দ্রভারতী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগের প্রথম স্থানাধিকারীকে স্মৃতি পুরস্কার দেওয়া হয়। 
এছাড়াও এ বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ ক্লাব সদস্যদের সন্তান ও নাতি নাতনীকে সংবর্ধনা জানানো হয়। এই ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপককে স্মৃতি পুরস্কার দেওয়া হয়।  

বর্ষীয়ান সাংবাদিক অমলেন্দু চট্টোপাধ্যায়কে দেওয়া হলো দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার। অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন উদীয়মান অ্যাথলিট সাগর রায়।  

অনুষ্ঠান মঞ্চে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের মুখপত্র 'সাংবাদিক' এর বার্ষিক সংখ্যার আবরণ উন্মোচন করেন প্রবীণ সাংবাদিক শম্ভু সেন।

শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মনোময় ভট্টাচার্য্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দিনী লাহা।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...