২ এবং ৩ আগস্ট অনুষ্ঠিত হলো আড়িয়াদহ ক্লাইম্যাক্স আয়োজিত নাট্যোৎসব ২০২৪

ইন্দ্রজিৎ আইচ

গত ২ ও ৩ রা আগস্ট শুক্রবার এবং শনিবার বরাহনগর
রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেলো আড়িয়াদহ ক্লাইম্যাক্স এর নাট্যোৎসব ২০২৪। এই উৎসব উদ্বোধন করেন বাংলা রঙ্গমঞ্চের বিশিষ্ঠ আলোক শিল্পী 
দেবাশিস চক্রবর্তী । তার হাতে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেন সবিতা দাস ও মৌমিতা চক্রবর্তী। আলোক শিল্পী দেবাশিস চক্রবর্তী বলেন আমি দীর্ঘ দিন মঞ্চের পেছনে থেকেই কাজ করছি। এটা ভালো লাগছে যে এই দল আমায় একজন শিল্পী হিসাবে যে সন্মান জানালো তাদের এই অবদান আমি মনে রাখবো। উৎসবের
প্রথমদিন মঞ্চস্থ হয় বরাহনগর এবং এর নাটক " লুল্লু "। রচনা স্বরাজ ঘোষ। নির্দেশনায়  ছিলেন সমিত দাস। এই নাটক টি সকলের নজর কাড়ে। এইদিন এর শেষ নাটক
মঞ্চস্থ হয় " দিনান্তে "। প্রযোজনা
বিভাব নাট্য একাডেমি। রচনা এবং নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। সকলের ভালো লাগে এক ঘণ্টার এই নাটকটি।
দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় আড়িয়াদহ
ক্লাইম্যাক্স এর নতুন নাটক 
" বিদুর জননী "। রচনা শিবংকর
চক্রবর্তী। নির্দেশনা সবিতা দাস। এই নাটকে আবহ ও আলোয়  মুন্সিয়ানা দেখিয়েছেন তপন বিশ্বাস ও সংলাপ মুখার্জী। মঞ্চ
ভাবনায়  নতুনত্ব এনেছেন গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। চমৎকার
অভিনয় করেছেন সবিতা দাস, মৌমিতা চক্রবর্তী, রাজিব বর্ধন,
অমৃত রায় ও অর্ণব ভট্টাচার্য্য।
এই দিনের পরের নাটক মঞ্চস্থ হয় ক্রান্তিকাল এর নাটক
" স্বচ্ছ কাটা "। রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়। নির্দেশনা নিরাময় চক্রবর্তী। এই উৎসবের শেষ দিনের শেষ নাটক মঞ্চস্থ হয়
" মেঘের দেশে "। প্রযোজনা সোদপুর উজান। রচনা এবং নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী।
সব মিলিয়ে জমে উঠেছিলো দুদিনের এই নাট্য উৎসব।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...