কাঠামো ও খুঁটিপুজো সম্পন্ন করল ওম স্কাইলার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাপার্টমেন্ট ওনার্স....
কোলকাতা (২৬ অগস্ট '২৪):- কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র তিথিতে 'মা দুর্গা'-র 'কাঠামো' ও 'খুঁটিপুজো' সম্পন্ন করল পাইকপাড়ার 'ওম স্কাইলার্ক অ্যাসোসিয়েশন অব অ্যাপার্টমেন্ট ওনার্স'।
সংগঠনের তরফ থেকে সভাপতি অসীমকুমার সাহা জানিয়েছেন, "এই বছর চতুর্থ বর্ষে পদার্পণ করছে এই আবাসনের মাতৃ আরাধনা। তবে সম্প্রতি 'আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'-এর প্রয়াত মহিলা চিকিৎসক তথা স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার ধর্ষণ ও হত্যা-র ঘটনার পরিপ্রেক্ষিতে 'কাঠামো' ও 'খুঁটিপুজো' অনেকটাই জাঁকজমক হীন ভাবে সম্পন্ন করা হল।
আবাসনের আবাসিকদের তরফে পুজোর দায়িত্ব প্রাপ্ত সদস্য প্রফুল্লকুমার চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, "দিল্লীর 'লালকেল্লা'-র আদলে এবার মণ্ডপ বানানো হবে।
আবাসনের অন্যতম সক্রিয় সদস্য রাকেশকুমার পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর আমাদের মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছে 'সঞ্জীব ডেকরেটর্স', অন্যদিকে মাতৃমুর্তি নির্মাণ করবেন সুজিত পাল।
কাঠামো ও খুঁটিপুজো উপলক্ষ্যে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন আবাসনের সম্পাদক অরুণ পাটোদিয়া সহ আবাসনের প্রায় সব আবাসিকবৃন্দ।