রাখী বন্ধন উৎসবের মাধ্যমে মানব বন্ধন ঘটালো গোবরডাঙ্গা নাবিক নাট্যম...

ইন্দ্রজিৎ আইচ 

গত 19/08/2024 গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো রাখী বন্ধন উৎসব। প্রতি বছরের মত এবারও তারা গোবরডাঙ্গা ভট্টাচার্য্য পাড়ার পোস্ট অফিস মোড়ে সকাল 8:30 মিনিট থেকে শুরু করে রাখী বন্ধন উৎসব। দলের শিশু কিশোর নাট্য কর্মশালার ছাত্র, ছাত্রীদের মধ্যে উপস্থিত হয়েছিল ঋজু, রাজেশ, রনি, রুমকি, পাপিয়া, ঈপ্সিতা, বর্ষা ছাড়াও আরো অনেকে। এই দিনে উপস্থিত ছিলেন দলের নাট্য গুরু জীবন অধিকারী, উপস্থিত ছিলেন অভিনেতা অবিন দত্ত, দলের সভাপতি শ্রাবনী সাহা, শর্মিষ্ঠা সধুখা, রাখী বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা। সকলের উপস্থিতিতে পথ চলতি বহু মানুষদের রাখী পরিয়ে দেন দলের সকলে মিলে। সমগ্র বিষয়টির পরিচালনার দায়িত্বে ছিলেন দলের  শিল্পী সুব্রত কর্মকার। এরপর বিকাল বেলায় সকলে মিলে গোবরডাঙ্গা রেল স্টেশনের 2নং প্লাটফর্মের ট্রেন যাত্রী ও ব্যবসাদারদের রাখী পরানো হয় ও গোবরডাঙা নাট্য সমন্বয়ের রাখি বন্ধন অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে । বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি তারা বিগত বছরের মত এবারও পালন করলো।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...