রোকেয়া প্রাচী একজন বাংলাদেশি অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা
আমি এই দেশেই আছি । আওয়ামী লীগ করেছি ,অন্যায় কিছু করিনি। আওয়ামী লীগ এর হাত ধরে বাংলা ভাষা পেয়েছি । জাতির পিতার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ।আওয়ামী লীগ করা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করা কোনো অপরাধ নয় । এই আদর্শ আমৃত্যু ধারণ করবো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক । মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো। শেখ হাসিনার কর্মী ছিলাম ,থাকবো ।
যে দেশে গণভবন লুট হয় , একজন মায়ের বয়সী প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে নারী পুরুষের ঘৃন্য স্বাধীনতার বিজয় উৎসব হয় , এবং এই দৃশ্য দেখার পর সুশীল এবং মেধাবী শিক্ষার্থীরা এবং আজকের জাতির বিবেক হিসাবে যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন আপনারা ভাবছেন একজন পরাজিত প্রধানমন্ত্রীর অপমান হোলো , খুব শিক্ষা হলো ! শিক্ষা হলো এই দেশের ! এদেশের সকল নারী দের । মনে রাখবেন শেখ হাসিনা তিনি ই মায়ের নামের মর্যাদা দিয়েছেন। আপনারা সেই মায়ের নারীত্বের সম্ভ্রমকে শেষ করে দিলেন ? বিশ্বের সামনে যে বাংলাদেশ দেখালেন সেই দেশের মানুষ কাপুরুষ বিকারগ্রস্থ হয়ে থাকবে ইতিহাসে।। কে জানে এমন কুশিক্ষায় জাতি কোন পথে চলবে !
৩২ পুড়িয়ে যে বিজয় অর্জিত হলো তা গ্লানিকর, অমর্যাদার। বংগবন্ধুর ছবি পুড়িয়ে ভাস্কর্য ভেঙে যে উন্মাদনা, মনে হলো ১৯৭১
আগে জানতাম বিএনপির দুই একজন ছাড়া সবাই আওয়ামী লীগ করে ,এখন দেখছি সবাই সুশীল, নিরপেক্ষ এবং কোটা আন্দোলনকারী , সম্পূর্ন অরাজনৈতিক। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে পথে নেমেছেন । সাধুবাদ । রাহুলদের ঘর,আমাদের সিনেমা হল, মন্দির , শহীদ মিনারের দেয়ালের শহীদ স্মৃতি কথার বাংলা ভাষা মুছে যায়, রবীন্দ্রনাথ মুখ থুবড়ে পড়ে রয়েছেন, ফুলার রোডের স্বাধীনতার সেই ভাস্কর্যগুলো রাতারাতি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, বেগম রোকেয়ার মুখের উপর লেখা "মাগি" ।"সেই অন্তর্বাসের উল্লাস থেকে মাগি "পর্যন্ত এসে গেছে । সব জাতির
কিছু জায়গা থাকতে হয় দল মত নির্বিশেষে , যা সকলের ! দেশের! এদেশে এখন সব বিভাজিত ! বেগম রোকেয়াও আওয়ামী লীগ এর ? আমি এর প্রতিকার চাই । প্রতিবাদ জানাই । শিক্ষার্থী সহ সকল হত্যার বিচার চাই। আগুনে পোড়ানো , মেরে ঝুলিয়ে রাখা পুলিশ ভাইদের এবং অন্তঃসত্ত্বা সেই নারী পুলিশ হত্যা র বিচার চাই ।সাংবাদিক হত্যার বিচার চাই ।রাষ্ট্রের সম্পদ এবং স্থাপনা ধ্বংসের বিচার চাই । দেশকে ভালবাসি তাই বলছি
খাল কেটে আনা কুমির ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যেতে পারে ! সাবধান।
সাধুবাদ জানাই বিশ্ব বিখ্যাত নোবেল বিজয়ী ড .ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারকে । যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারেন । সুন্দর বাংলাদেশ এর স্বপ্ন সফল হোক।