35th Solo Art Exhibition of Painter Dibakar Chakroborty

কোলকাতা (২৪ অগস্ট '২৪):- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের মন্ত্রী অরূপ রায়, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ভৌমিক, ভারতীয় আরক্ষা কৃত্বকের অন্যতম আধিকারিক ডি পি সিং, ডন বস্কো স্কুল (টেকনিক্যাল)-এর অধ্যক্ষ ফাদার বান্টি মণ্ডল, আইনজীবী স্বপন কোলে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে 'বিশ্ব বাংলা গেট' সংলগ্ন 'রবীন্দ্র তীর্থ'-এ শুরু হল চিত্রকর দিবাকর চক্রবর্তী-র তিনদিনের একক চিত্র প্রদর্শনী।  

আনুষ্ঠানিক উদ্বোধনের পর চিত্রকর দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, "তেলরঙে আঁকা ১৩ টা ভিন্ন মাপের ক্যানভাস নিয়ে আজ থেকে 'রবীন্দ্র তীর্থ'-এ শুরু হল 'রাজস্থান' নামাঙ্কিত চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত। উৎসাহী দর্শকরা প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। 



Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...