অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক- ২০২৪.....


গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ জুলাই, ২০২৪। শরীর সুস্থ রাখতে শরীরচর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার চাপে খেলাধুলার খুব বেশি সুযোগ পায় না এই সময়ের ছেলে মেয়েরা। সেই অর্থে খেলার মাঠ ও খুববেশি নেই। অথচ একটি খেলা আছে যেখানে একটি মাত্র টেবিল হলেই দুজন মিলে আরাম করে খেলতে পারে। এই খেলা আমরা অনেকেই হয়ত ছেলে বেলায় বন্ধু বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে খেলেছি সেই খেলাটি হলো পাঞ্জা লড়াই। নিজের শক্তি জাহির করা। আমরা অনেকেই জানিনা এই খেলাটি সারা বিশ্বের বহু দেশে অত্যন্ত জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও এই বাংলায় তেমন চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজ নিজের প্রচেষ্টায় তার নিজের সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যজুড়ে নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। গত ২৮ জুলাই রবিবার লেকটাউন মুক্তমঞ্চে আয়োজন করেছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রতিযোগীদের জন্য ছিল স্মারক। এদিন প্রায় শতাধিক ছেলেমেয়ে এই খেলায় অংশগ্রহণ করে। বডি বিল্ডিং বিভাগে অংশগ্রহণকারীরা ৭ ধরণের দেহ সৌস্টব প্রদর্শন করে। তার মধ্যে উল্লেখযোগ্য মেনস ফিজিক, আর্ম রেস্টলিং, রিভার্স কার্ল, ডিকলাইন বেঞ্চপ্রেস ৫০ কেজি, ৬০কেজি, ৭০কেজি ৮০কেজি এবং ৯০ কেজি ওজনের উপরে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমল কুমার চন্দ, শুভ্রা চ্যাটার্জি, রতন সাহা, বৈশাখী সেন, বিনোদ দে, দ্বৈপায়ণ চক্রবর্তী, সোমনাথ চ্যাটার্জি, অমল কাঁরার, মিলন দে, নন্দন দেবনাথ, শ্বেতা তেওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ। এই অনুষ্ঠান মঞ্চেই উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় এবং স্মারক দিয়ে সন্মান জানান আয়োজক অশোকরাজ। সপ্তর্ষি ঘোষাল, শুভজিৎ সিকদার, সুজয় সরকার, দীপঙ্কর সরদার এবং পার্থিব এর অংশগ্রহণ ছিল নজরকাড়া। এরাই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয়ে পুরুস্কৃত হন। সব বিভাগেই প্রথম থেকে পঞ্চম স্থানাদিকারিদের ট্রফি দিয়ে পুরষ্কৃত করা হয়। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নসদের বিশাল মাপের সুদৃশ্য ট্রফি তুলে দেন বিশিষ্টজন। সমগ্ৰ খেলাটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন মহেশ্বরী বাড়ুই, আমিশা রাজ, সৌজন্য, আফসর, কিশোর, সুরজ এবং আয়েশা রাজ আয়োজক অশোকরাজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এলাকার বিধায়ক এবং রাজ্যেরমন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।আর্ম রেস্টলিং প্রতিযোগিতার শেষলগ্নে সঙ্গীত, নৃত্য, যোগা এবং জিমন্যাস্টিক প্রদর্শন করে ওলিপ্রিয়, সুনন্দিতা, অমররাজ, অভীক মজুমদার, রোহন থাপা এবং বৈভব দে।  

Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

সর্বভারতীয় পরিষদের ৫০ বছর উপলক্ষে বারাসাত রবীন্দ্র ভবনে ডাক টিকিট প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...