৭৩ তম বর্ষের সূচনায় পার্ক সার্কাস ময়দানের দুর্গা পূজা খুঁটি পুজোর মাধ্যমে....


পার্ক সার্কাস ময়দান এর পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি শারদ উৎসব ১৪৩১ এর সূচনা করল খুঁটি পুজোর মাধ্যমে কালকে সকালে উপস্থিত ছিলেন সভাপতি শ্রী দেবাশীষ কুমার এবারের চমক "দিল্লী এবার কলকাতায়" প্রতিমায় রূপদান করছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল জানালেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত দে পুরোনো ধারায় এবার নতুন চমক থাকছে মণ্ডপে প্রতিমায় সেই সাবিকিয়ানা, সেই একমাস ব্যাপি মেলা , কুমারী পূজা নবমীর সকালে , একাদশী সিঁদুরখেলা এবং সাথে আরো অনেক কিছু সবারে আসার আওভান রইলো ক্লাব এর পক্ষ থেকে পার্ক সার্কাস ময়দান ৭ পয়েন্ট ক্রসিং।  


Popular posts from this blog

যেখানে প্রতিটা মুহূর্ত দামী : মনিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার মধ্য আকাশে যাত্রীর প্রাণ বাঁচালেন

দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য শিবির সম্পন্ন করল 'হিন্দু সৎকার সমিতি'২০২৫...

ডক্টর পারমিতা ভট্টাচার্যের প্রথম মনস্তাত্ত্বিক নভেলা *মায়া মুক্তি “প্রকাশ পেলো